December 11, 2022

বিজয় দিবসের পোষ্টার তৈরি করুন মোবাইল দিয়েই - 16 December Poster Pixellab Plp file

হ্যালো ভিউয়ারস! কেমন আছেন? সামনে আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ডিজাইনের 16 December Pixellab Plp File. আপনি যদি ১৬ ডিসেম্বর এর জন্য পোস্টার ডিজাইন করতে চান বা ১৬ -ই ডিসেম্বর এর জন্য সুন্দর ও আকর্ষণীয় একটি পোস্টার বানাতে চান তাহলে সঠিক জায়গাতেই এসেছেন। 

victory day poster, victory day wish, 16 December poster design, Pixellab Plp file, বিজয় দিবসের পোষ্টার ডিজাইন,

আজকের পোস্টে আপনাদের মাঝে ২টি Pixellab Plp File শেয়ার করবো যেগুলো দিয়ে আপনি আপনার মোবাইল দিয়েই বিজয় দিবসের পোষ্টার তৈরি করে নিতে পারবেন ২ মিনিটেই। ১৬-ই ডিসেম্বর বিজয় দিবসের পোষ্টার তৈরি করতে আজকের আর্টিকেলটি মনযোগ দিয়ে পড়ুন। 

প্রথমেই জেনে নেওয়া যাক ১৬ ডিসেম্বর এর পোষ্টার তৈরি করার জন্য কি কি দরকার হবে। বিজয় দিবসের পোষ্টার তৈরি করতে যেসকল উপকরণ প্রয়োজন হবে তা হলো- 

  1. Pixellab App 
  2. Bangla font
  3. 16 December plp file 

বিজয় দিবস এর পিএলপি ফাইল সম্পর্কে কিছু তথ্য 

victory day poster, victory day wish, 16 December poster design, Pixellab Plp file, বিজয় দিবসের পোষ্টার ডিজাইন, ১৬ ডিসেম্বর এর পোষ্টার ডিজাইন পিএলপি ফাইল
16 December Pixellab Plp File 1

File size:- 3 MB
Aspect ratio:- 800 * 1200
Colour:- RGB
File quality:-  HD/ FHD
Editing type:- Full Customizable 

victory day poster, victory day wish, 16 December poster design, Pixellab Plp file, বিজয় দিবসের পোষ্টার ডিজাইন,
16 December Pixellab Plp File 2

File size:- 3 MB
Aspect ratio:- 800 * 1200
Colour:- RGB
File quality:-  HD/ FHD
Editing type:- Full Customizable 

বিজয় দিবসের পোষ্টার ডিজাইন Pixellab Plp File 

আপনার মোবাইলে যদি Pixellab app ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লেস্টোর থেকে Pixellab app টি ডাউনলোড করে ইনস্টল করে নিন। এছাড়াও আমাদের দেওয়া ডাউনলোড লিংক থেকেও Pixellab App টি ডাউনলোড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনও বাংলা স্টাইলিশ ফন্ট এড করতে হবে না। 

পোষ্টের নিচে সব কিছু ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন সেটি কপি করে যেকোনো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে লিংকটি পেস্ট করে ডাউনলোড করে নিন। সব ডাউনলোড করা শেষ হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন।

.PLP File কিভাবে Pixellab এ Import করবেন

Pixellab app এ পিএলপি ফাইল এড করতে নিচের পদ্ধতি গুলো ফলো করুনঃ  

১. Plp ফাইল Pixellab এ Import করতে প্রথমে পিক্সেল্যাব অ্যাপে প্রবেশ করুন। 

২. এরপর উপরের দিকে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করুন। 

৩. এবার আপনার সামনে একটি পপআপ মেনু ওপেন হবে সেখান থেকে Open. Plp file নামের উপর ক্লিক করুন। 

৪. এবার সেখানে আপনার মোবাইলে থাকা সকল পিএলপি ফাইল দেখতে পাবেন। ডাউনলোড করা ফাইলটি ওপেন করতে উপরের দিকে থাকা PLP লেখাতে ক্লিক করুন, এবার ডাউনলোড করা ফাইলটি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারটির মধ্যে প্রবেশ করে পিএলপি ফাইলটি সিলেক্ট করে Open & Add লেখাতে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল Import করার কাজ। 

কিভাবে  Plp File Customize করবেন

পিলপি ফাইল এড করার পর এবার ফাইলটি এডিট করার পালা পিএলপি ফাইলে সব কিছু আগে থেকেই রেডি করা থাকে, এখানে আপনার কাজ শুধু আপনার নাম ও ছবি টি চেঞ্জ করা। নাম ও ছবি ইডিট করতে নিচের ধাপগুলি অনুসরণ করুনঃ 

  • নাম ও ছবি চেঞ্জ করতে প্রথমে লেয়ার অপশনে যান। 
  • এরপর ছবির লেয়ারটি সিলেক্ট করে মিডিয়া অপশনে যান এবং Reselect লেখাতে ক্লিক করে সেখানে আপনার ছবি দিন।
  • ছবি দেওয়া শেষ হলে এবার আবার লেয়ার অপশনে গিয়ে নামের লেয়ারটি সিলেক্ট করে টেক্সট অপশনে গিয়ে Edit লেখাতে ক্লিক করে সেখানে আপনার নাম লিখুন।

সব ঠিকঠাক থাকলে উপরের শেয়ার বাটনে ক্লিক করে সেভ করে নিন ব্যাস হয়ে গেল আপনার পোষ্টার ডিজাইন এর কাজ। 

আপনি যদি গুগল প্লেস্টোর থেকে Pixellab app ডাউনলোড করে থাকেন এবং আপনার কাছে যদি কোন বাংলা ফন্ট না থেকে থাকে তাহলে কিভাবে Pixellab এ বাংলা ফন্ট যুক্ত করবেন তা নিয়ে নিচের পোস্টে বিস্তারিত আলোচনা করা আছে,  আপনি চাইলে নিচের পোস্টটি দেখতে পারেন-

Pixellab full tutorial - A to Z about Pixellab.

আর যদি আমাদের লিংক থেকে ডাউনলোড করেন তাহলে আপনার কোন সমস্যা হবে না এই পিএলপি ফাইল ব্যবহার করতে কারন সেখানে সকল ফন্ট আগে থেকেই এড করা আছে। 

ডাউনলোড করতে নিচের লিংক কপি করে যেকোনো ইন্টারনেট ব্রাউজার এ পেস্ট করুন -

https://drive.google.com/drive/folders/11eZ0Jpp2mUTJUQ2j8Uq6OQ6zxPrzyin0

বিজয় দিবসের পোস্টার ডিজাইন এর পিএলপি ফাইল নিয়ে কিছু কথা

আজকের পোস্টে শেয়ার করা Plp file দুটি দিয়ে আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে সুন্দর ভাবে বিজয় দিবসের শুভেচ্ছা পোষ্টার তৈরি করতে পারবেন। পিএলপি ফাইল দুটি সম্পূর্ণ আমার নিজের ডিজাইন করা এবং এটি সম্পূর্ণ ফ্রি। আপনি আপনার ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে এটি কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন। 
আজকে এখানেই শেষ করছি। আমাদের সাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ!! 

Labels: ,

1 Comments:

At December 11, 2022 at 9:29 PM , Anonymous Anonymous said...

সুন্দর

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home