মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song


হ্যালো বন্ধুরা কেমন আছো? বর্তমান যুগে লফি রিমিক্স (Lofi Remix)  গান পছন্দ করেন না এমন কাউকে খুজে পাওয়া যাবে না। এই রিমিক্স করা গানগুলি ইউটিউব, টিকটকে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করছে। এখন থেকে আপনি চাইলে আপনার পছন্দমতো কোনও নরমাল গানকে সহজেই লফি রিমিক্স বানাতে পারবেন এবং সেটি ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটির জনপ্রিয়তাও বৃদ্ধি করতে পারবেন। 

আজকের পোস্টে আমি আপনাদের মাঝে একটি অ্যাপ শেয়ার করবো যেটি দিয়ে কয়েক মিনিটেই যেকোনো নরমাল গান থেকে Lofi গান তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা এন্ড্রয়েড মোবাইলটি দিয়েই। তো চলুন শুরু করা যাক -

Lofi remixed song কি?

Lofi Song হলো একটি সাধারন গানেরই অন্য রকম একটা ভার্শন।  সাধারনত lofi song গুলোতে Slowed ও Reverb ইফেক্ট ব্যবহার করা হয় যা অরিজিনাল গানের থেকে শুনতে ভালো লাগে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে lofi remix গানগুলোর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ ৫টি ভিডিও এডিটিং অ্যাপস - Best Video Editing Apps For Android

কিভাবে লফি গান বানাবেন? How To Make Lofi Song

কোনও ঝামেলা ছাড়াই হাতে থাকা মোবাইলের মাধ্যমে কোনো নরমাল গানকে লফি গানে কনভার্ট করতে চাইলে নিচের পদ্ধতি গুলো ফলো করে কাজ করুনঃ

ধাপ ১ঃ প্রথমে গুগল প্লেস্টোর এ গিয়ে (Audio speed changer) এটি লিখে সার্চ করুন এবং এই অ্যাপটি ডাউনলোড করুন।

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

ধাপ ২ঃ ডাউনলোড এবং ইনস্টল করা শেষ হলে অ্যাপটি ওপেন করুন। এরপর পারমিশনগুলো Allow করে দিন।

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

ধাপ ৪ঃ যে গানটি লফি বানাবেন সেটি সিলেক্ট করুন। গান সিলেক্ট করলে সেটি Play হতে থাকবে।  এবার নিচ থেকে গানের নামের উপর ট্যাপকরে উপরের দিকে টানুন। 

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

ধাপ ৫ঃ এবার এই রকম ইন্টারফেস দেখতে পাবেন

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

উপরের দুইটি অপশন পাবেন Pitch এবং Tempo নামে সেখান থেকে PitchTempo কিছুটা কমিয়ে দিন আপনার পছন্দমতো।

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

ধাপ ৬ঃ এবার থ্রি-ডটে ক্লিক করে Editor Components -এ যান এবং সেখান থেকে Effects অপশনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ মোবাইল দিয়ে স্টাইলিশ ভাবে নিজের নাম আর্ট করুন How To Make A Stylish Name Art Using Mobile.

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

ধাপ ৭ঃ এবার নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন এবার এখান থেকে Compressor, ReverbMono অপশন গুলো চালু করে দিন।

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

এবার Compressor এ ক্লিক করে এর মধ্যে থাকা Attack অপশনটির ভ্যালু অল্প কিছুটা বাড়িয়ে দিন।  

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

এবার নিচের দিকে গিয়ে Reverb অপশনের মধ্যে প্রবেশ করুন একই রকম ভাবে এখান থেকেও Wet এবং Room Size নামের অপশনের ভ্যালু টা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিন। 

আরও পড়ুনঃ ফেসবুক কভার ফটোতে কিভাবে স্টাইলিশ 360° ছবি এড করবেন। Stylish 360° Facebook Cover Photo Make

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

আমাদের লফি গান বানানো শেষ এবা এটি সেভ করা পালা ইডিট করা গানটি সেভ করতে থ্রি-ডটে ক্লিক করে Save Edited Track এ ক্লিক করুন এবার এটি সেইভ হতে থাকবে সেভ হচ্ছে কিনা সেটি দেখতে নোটিফিকেশন বার চেক করুন। 

মোবাইল দিয়ে ২মিনিটে Lofi song বানিয়ে নিন। Make lofi remix song

ব্যাস হয়ে গেলো একটি নরমাল গানকে লফি গানে কনভার্ট করা। এই অ্যাপটি দিয়ে গান ইডিট করার সময় ভালো রেজাল্ট পেতে অবশ্যই ইন-ইয়ার ফোন ব্যবহার করবেন আর, সকল অপশনের ভ্যালু বাড়ানো কমানোর সময় অল্প পরিমানে বাড়াতে বা কমানো হবে। 

আজকের আর্টিকেলটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভূলবেন না। ধন্যবাদ!!


Post a Comment

3 Comments