বাংলাতে অনেক plp file অনলাইনে থাকলেও তোমন ভালো ডিজাইনের Plp file কমই দেখা যায়।
তাই, আজকের পোস্টে আমি আপনাদের মাঝে একটি Premium Pixelab Plp File শেয়ার করবো। এটি ব্যবহার করে খুব সুন্দর ভাবে ঈদের পোষ্টার ডিজাইন করতে পারবেন।
ঈদুল ফিতরের জন্য নির্মিত এই Pixelab Plp file। এই Pixelab Plp file টি ব্যবহার করে খুব সহজেই ঈদুল ফিতরের পোষ্টার ডিজাইন করতে পারবেন। ঈদুল ফিতরের পোষ্টার ডিজাইন করার জন্য এই Plp file টিতে পেয়ে যাবেন সকল প্রিমিয়াম সকল ফির্চাস।
মোবাইল দিয়ে কিভাবে সহজে Pixelab plp file ব্যবহার করতে পারবেন তা নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে । তাই পুরো আর্টিকেলটি ভালো ভাবে পড়ুন। তাহলেই খুব সহজে Pixelab plp file কিভাবে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন তাও জানতে পারবেন।
আরও পড়ুনঃ
মোবাইল দিয়ে স্টাইলিশ ভাবে নিজের নাম আর্ট করুন || How To Make A Stylish Name Art Using Mobile
এই Plp File এর ফিচার্স সমূহঃ
১। প্রিমিয়াম ডিজাইন
২। প্রিমিয়াম ফন্ট
৩। ইউনিক লো-আউট
৪। ফুল কাস্টমাইজেশন
৫। পলিটিক্যাল ইউজ
৬। সম্পূর্ন ফ্রি
Plp File কি?
Plp হলো এক ধরনের এক্সটেনশন ফাইল ফর্মেট।
যা শুধুমাত্র Pixelab app এই ব্যবহার করা যায়।
মনে করুন, আপনি একটি ডিজাইন করছেন। এটা হতে পারে Photoshop, illastitor কিংবা PixelLab দিয়ে। এই ডিজাইন গুলো শেয়ার করার জন্য ডিজাইন করা ফাইলটি এক্সপোর্ট করতে হবে । আর এই জন্য ভিন্ন ভিন্ন এপ্লিকেশনের ভিন্ন ভিন্ন Export এক্সটেনশন থাকে। ফটোশপের এক্সটেনশন হলো .PSD তারপর ইলাস্ট্রেটর আর এক্সটেনশন হলো .Ai এবং, PixelLab এর এক্সটেনশন টির নাম হলো. plp
Pixelab এ Plp File কিভাবে ব্যবহার করবেন
Plp file শুধুমাত্র Pixelab App এ ব্যবহার করা যায়। আর এই plp file ব্যবহার করে আপনি সহজেই সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন মোবাইল দিয়েই।
Plp File ব্যবহার করার জন্য প্রথমে দরকার হবে Pixelab App যা Google Play Store থেকে ফ্রিতেই ইনস্টল করে নিতে পারবেন।
Pixelab app ডাউনলোড করার পরে এপসটি অপেন করুন এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে ফাইলটি সংগ্রহ করুন।
এবার Pixelab app এ গিয়ে ডান পাশের উপরের দিকের থ্রিডটে (...) ক্লিক করুন।
তারপর, open.plp file লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
এরপর, উপরে দেখুন .plp লেখা আছে এইখানে ক্লিক করুন।
এরপর, ডাউনলোড করা Plp file টি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে গিয়ে plp file টিতে ক্লিক করে Open & Add এ ক্লিক করুন। তাহলেই Pixelab এ ফাইলটি ওপেন হয়ে যাবে।
এবার, আপনার ছবি এবং লেখা এড করে ডিজাইন করে সেইভ করুন।
Preview:
Labels: Pixelab, Pixelab PLP, Presets, Tutorials
3 Comments:
Nice Design
I need more plp like this
Good 👍👍👍
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home