হ্যালো ভিউয়ারস, আসসালামু আলাইকুম!  আপনার নিশ্চয়ই একটি ফেসবুক আইডি রয়েছে বা কোন ফেসবুক পেজ রয়েছে ? ফেসবুক আইডির বা ফেসবুক পেজ এর সৌন্দর্য বৃদ্ধির জন্য অবশ্যই একটি কভার ফটো দিতে হয় আর সেটি যদি অন্যদের তুলনায় অধিক হয় তাহলে তো কোন কথাই নেই সেটি আপনার ফেসবুক আইডিকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে। 

আজকের আর্টিকেলে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ডিজাইনের ৪টি "Facebook Cover Photo Design Pixellab Plp File" যার মাধ্যমে আপনি কেনো ঝামেলা ছাড়াই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ এর জন্য আকর্ষণীয় একটি কভার ফটো তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়েই। তো চলুন সর্বপ্রথম দেখে নেই এই পিএলপি ফাইলগুলোর সুবিধা;

Facebook Cover Photo Design Pixellab Plp File - ফেসবুক কভার ফটো ডিজাইন পিএলপি ফাইল 

  • নতুন ও ইউনিক ডিজাইন
  • প্রিমিয়াম ফন্ট 
  • প্রিমিয়াম কালার 
  • আকর্ষণীয় লে-আউট 
  • সঠিক সাইজ 
  • প্রয়োজনীয় তথ্য ইডিট করার সুবিধা 
  • কপিরাইট ফ্রি 
  • ১০০% নিরাপদ

ফেসবুক কভার ফটো ডিজাইন পিএলপি 1

facebook cover photo design, facebook cover photo editing, pixellab plp file, shamim editz, ফেসবুক কভার ফটো তৈরি করুন মোবাইল দিয়েই, ফেসবুক কভার ফটো ডিজাইন করার পিএলপি ফাইল

এটি সিম্পল ডিজাইনের মধ্যে অনেক প্রিমিয়াম একটি কভার ফটো ডিজাইন করার পিএলপি ফাইল। এই ফাইলটি দিয়ে আপনি সহজেই যে কেনো ধরনের বা যেকোন কাজের জন্য ফেসবুুক কভার ফটো তৈরি করে নিতে পারবেন। প্রিমিয়াম কালার ও ডিজাইন এর কারনে এটি আপনার ব্যাক্তিগত বা বিজনেস পেজকে আরো প্রিমিয়াম লুক দিবে।

Fb Cover Photo Design free plp file 2

facebook cover photo design, facebook cover photo editing, pixellab plp file, shamim editz, ফেসবুক কভার ফটো তৈরি করুন মোবাইল দিয়েই, ফেসবুক কভার ফটো ডিজাইন করার পিএলপি ফাইল

এটি সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি কভার ফটো টেমপ্লেট যেটিতে আপনি আপনার তিনটি ছবি ব্যবহার করে চমৎকার একটা কভার ফটো তৈরি করে নিতে পারবেন। 

Facebook cover photo design plp file 3

facebook cover photo design, facebook cover photo editing, pixellab plp file, shamim editz, ফেসবুক কভার ফটো তৈরি করুন মোবাইল দিয়েই, ফেসবুক কভার ফটো ডিজাইন করার পিএলপি ফাইল

এটি ইউনিক ও প্রিমিয়াম লেভেলের একটি টেমপ্লেট যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য অসাধারন একটি Cover photo বানিয়ে নিতে পারবেন। 

ফেসবুক কভার ফটো ডিজাইন plp file 4

facebook cover photo design, facebook cover photo editing, pixellab plp file, shamim editz, ফেসবুক কভার ফটো তৈরি করুন মোবাইল দিয়েই, ফেসবুক কভার ফটো ডিজাইন করার পিএলপি ফাইল

এটিও অসাধারন একটি plp file, যার মাধ্যমে আপনি আপনার প্রোফাইল টাইপ পেজ এর কভার ফটো তৈরি করতে পারবেন সহজেই।

পিএলপি ফাইল কিভাবে ব্যবহার করবেন - How to use plp file

পিএলপি ফাইল ব্যবহার করা একদম সহজ। সর্বপ্রথম গুগল প্লেস্টোর থেকে  Pixellab App টি ইনস্টল করুন এরপর নিচের ধাপ গুলো ফলো করুনঃ

১। অ্যাপ টি ওপেন করে সকল পারমিশন এলাও (Allow) করে দিন।
২। এরপর ডানপাশের উপরের দিকে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করুন।
৩। এরপর Open .plp file লেখাতে ক্লিক করুন।
৪। এবার আপনার ফোনে থাকা plp ফাইলগুলো দেখতে পাবেন যে গুলো আগে থেকে pixellab app এ অ্যাড করা ছিলো। নতুন ফাইল  অ্যাড করতে উপরের দিকে থাকা .plp লেখাতে ক্লিক করুন।
৫। এবার আপনাকে আপনার ফোনের ফাইন ম্যানেজারে নিয়ে যাবে সেখান থেকে যে ফোল্ডারে ডাউনলোড করা ফাইলটি রেখেছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে ফাইলটি সিলেক্ট করে Add & Open লেখাতে ক্লিক করুন। 
ব্যাস আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার কাজ শেষ। আপনার বোঝার সুবিধার্থে নিচে একটি ভিডিও টিউটরিয়াল দেওয়া হল। 

How to Edit Facebook cover photo design plp file - কিভাবে ফেসবুক কভার ফটো ডিজাইন করার পিএলপি ফাইল এডিট করবেন?

ফাইল অ্যাড করার পরে এবার ফাইলটি নিজের মতো করে এডিট করার পালা। plp file এ আগে থেকেই সব কিছু এডিট করা থাকে আপনাকে শুধুমাএ আপনার প্রয়োজনীয় তথ্য যেমন নাম, মোবাইল নম্বর, ছবি ইত্যাদি অ্যাড করতে হবে। পিএলপি ফাইলটি এডিট করতে নিচের ধাপগুলি ফলো করুন;

  • প্রথমে লেয়ার অপশনে গিয়ে দেখবেন কিছু কিছু লেয়ার লক করা আছে আর কিছু কিছু লেয়ার আনলক করা আছে, আপনার কাজ হলো লেয়ার অপশনে গিয়ে টেক্সট লেয়ার বা নাম লেখা লেয়ারটিতে ক্লিক করে নিচে দেখবেন এডিট করার অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনি যে নাম দিতে চান সেটা লিখবেন।
  • এরপর একইভাবে যে লেয়ারে ছবি আছে সেই লেয়ারটিতে ক্লিক করে রিসিলেক্ট অপশন থেকে আপনার ছবিটি আপলোড করে দিন।
  • এভাবে এক এক করে প্রয়োজনীয় সকল লেয়ারে ক্লিক করে করে এডিট করুন।
এডিট করা শেষ হলে উপরের দিকে থাকা শেয়ার বা সেভ অপশনে ক্লিক করে ছবিটি সেভ করে নিন তারপর ফেসবুকে আপলোড করুন। ব্যাস হয়ে গেল আপনার ফেসবুক এর জন্য সুন্দর একটি কভার ফটো। বুঝতে অসুবিধা হলে নিচের ভিডও টিউটোরিয়ালটি দেখুন। 👇

পিএলপি ফাইলটি কিভাবে পাবেন বা ডা-উ-ন-লো-ড করবেন?

আমাদের সাইটের উপরের দিকে দেখুন ইউটিউব আর ফেসবুক পেজ এ যাওয়ার আপশন রয়েছে সেখান থেকে ফেসবুক পেজ এ গিয়ে আমাদের একটি টেক্সট করুন বা এই পোষ্ট এর একটা স্ক্রিনশট দিয়ে সেন্ড করুন পরবর্তী মেসেজে আমরা আপনাকে ফাইলটি ডা-উ-ন-লো-ড ক-রা-র লিং-ক ফ্রি*তে দিয়ে দিবো।

আজকের আর্টিকেলটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কি ধরনের পোস্ট বা আর্টিকেল চান সেটি কমেন্ট করে বলুন সেই বিষয়ে পরবর্তী আর্টিকেল পোস্ট করা হবে। ধন্যবাদ!