August 19, 2022

দূর্গা পূজার পোষ্টার ডিজাইন করুন মোবাইল দিয়েই - Durga Puja Poster Design Pixelab Plp File.

দূর্গা পূজার পোষ্টার ডিজাইন করুন মোবাইল দিয়েই - Durga Puja Poster Design Pixelab Plp File.


Hello Friends! কেমন আছো? 

আজকের আর্টিকেল এ আমি তোমাদের একটা Pixelab Plp File শেয়ার করবো, এই Plp File টি ব্যবহার করে খুব সহজেই দূর্গা পূজার পোষ্টার ডিজাইন করতে পারবে।

আমরা সাধারণত আমাদের আশেপাশের কোনে বন্ধু বা ভাই যে একটু একটু ডিজাইন করতে পারে বা ইডিট করতে পারে তার করে বলে বলে অথবা কিছু টাকা পয়সা খরচ করে কোনো পোষ্টার ডিজাইন বা এডিটিং করে নেই।  কিন্তু আপনি হয়তো জানেন না যে বর্তমানে হাতে থাকা মোবাইলে ফোনের সাহায্যেই অনেক কিছু করা সম্ভব। 

আজকের পোস্টে আমি দেখাবে কিভাবে দূর্গা পূজার পোষ্টার ডিজাইন করবেন নিজে নিজেই।

মোবাইল দিয়ে সহজেই পোস্টার ডিজাইন করতে আমাদের প্রয়োজন হবে Pixelab App এবং একটি  Plp File.

আমাদের সাইটে আপনি দূর্গা পূজার পোষ্টার ডিজাইন ছাড়াও আরও ভিন্ন ভিন্ন  ডিজাইন এর Plp file পেয়ে যাবে। যা ব্যবহার করে আপনি আরও নতুন নতুন কিছু ডিজাইন করতে পারবেন। 

আরও Plp file নিতে আমাদের সাথেই থাকুন

Read More:

ঈদুল ফিতরের পোষ্টার ডিজাইন | Eid Poster Design Pixelab Plp File

দুর্গাপূজার পোস্টার ডিজাইন করতে প্রথমে Pixelab app টি গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করে নিন।

এবং Plp File টি নিতে আমাদের ফেসবুকে মেসেজ দিন।

এবার Pixelab App টি Open করুন এবং Pixelab App এর সকল পারমিশন গুলো Allow করে দিন। 

এরপর, Pixelab App এর উপরে থাকা 3dot বাটনে ক্লিক করুন এবং Open Plp File লেখাতে ক্লিক করুন।

এবার নতুন অপেন হওয়া পপআপ থেকে. PLP তে ক্লিক করুন এরপর আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড করা Durga Puja Poster Design Plp File টি সিলেক্ট করুন।

এরপর Open And Add লেখাতে ক্লিক করুন। 

দূর্গা পূজার পোস্টার ডিজাইন করার একটি টেমপ্লেট বা ফাইল দেখতে পাবেন। এবার আপনার পছন্দমতো এডিট করার পালা।

Pixelab App এর লেয়ার অপশনে ক্লিক করে লেয়ার প্যানেলটি অপেন করুন।

এবার, লেয়ার থেকে ছবিতে ক্লিক করে এখানে থাকা ছবি পরিবর্তন করে আপনার ছবি দিন।

এরপর, শামিম ইডিট লেখা লেয়ারে ক্লিক করে শামিম ইডিট লেখা কেটে আপনার নাম লিখুন। 

একইভাবে, গ্রাফিক ডিজাইনার লেখাটিকে কেটে আপনার প্রফেশন দিন 

এবার ওকে করুন। সবকিছু ঠিক থাকলে এবার সেভ করে নিন।

আপনি যদি নতুন Pixelab ব্যবহার করে থাকেন বা ডিজাইন সম্পর্কে কোনে কিছু না জানেন তাহলে এই ভিডিওটি দেখে দেখে কাজ করতে পারবেন এবং কিভাবে Pixelab এ. plp ফাইল এড করবেন সবকিছু পরিবর্তন করবেন তা শিখতে পারবেন।

Plp File নিয়ে কিছু প্রশ্নঃ

Plp File কি?

Plp হলো এক ধরনের এক্সটেনশন বা file format 

যা শুধুমাত্র Pixelab app এই ব্যবহার করা যায়।

মনে করুন, আপনি একটি ডিজাইন করছেন। এটা হতে পারে Photoshop, illastitor কিংবা PixelLab দিয়ে। এই ডিজাইন গুলো শেয়ার করার জন্য ডিজাইন করা ফাইলটি এক্সপোর্ট করতে হবে । আর এই জন্য ভিন্ন ভিন্ন এপ্লিকেশনের ভিন্ন ভিন্ন Export এক্সটেনশন থাকে। ফটোশপের এক্সটেনশন হলো .PSD তারপর ইলাস্ট্রেটর আর এক্সটেনশন হলো .Ai এবং, PixelLab এর এক্সটেনশন টির নাম হলো. plp

দুর্গাপূজার পোস্টার ডিজাইন Pixelab Plp File এর ফিচারসমূহঃ-

দূর্গা পূজার পোষ্টার ডিজাইন করুন মোবাইল দিয়েই - Durga Puja Poster Design Pixelab Plp File.
দুর্গাপূজার পোস্টার ডিজাইন 


১। প্রিমিয়াম হাই কোয়ালিটি ডিজাইন 

২। প্রিমিয়াম কালার  

৩। প্রিমিয়াম ফন্ট 

৪। সম্পূর্ণ ফ্রি 

৫। সকল এলিমেন্ট ইডিটাবল

৭। সকল ধরনের পোস্টার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। 

এই পিএলপি. Plp ফাইল টি ব্যবহার করে সহজেই দুর্গাপূজার পোস্টার ডিজাইন করতে পারবেন নিজের জন্য বা অন্য কোন ব্যাক্তি বা পলিটিক্যাল কারো জন্য।

এটি সম্পূর্ণভাবে ফ্রি এবং প্রিমিয়াম মানের একটি Pixelab Poster Design Plp File 


Labels: , , , ,

5 Comments:

At August 28, 2022 at 12:14 AM , Blogger Alex said...

সুন্দর পোস্ট

 
At August 28, 2022 at 1:13 PM , Anonymous Anonymous said...

Wonderful plp file

 
At August 31, 2022 at 5:38 PM , Anonymous Shimul said...

Good 😊👍😊😊

 
At September 7, 2022 at 11:45 AM , Anonymous Anonymous said...

Amazing 🤩

 
At November 8, 2022 at 4:25 PM , Anonymous Anonymous said...

নাইচ

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home